দেশজুড়ে

খুলনায় ২ যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

খুলনায় এক মাদক বিক্রেতাসহ দুই যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশ জানায়, শুক্রবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে দৌলতপুর থানার মধ্যডাঙ্গা এলাকার একটি ডোবা থেকে রুবেল ইসলাম কালা (২৭) নামে এক মাদক বিক্রেতার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কালা স্থানীয় মানিক ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া নূরুল ইসলাম ধলুর ছেলে। নিহত ব্যক্তির ঘাড় ও হাতে ধারালো অস্ত্রের জখম রয়েছে।কালার স্বজনরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এক ব্যক্তি তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর আর তাকে পাওয়া যায়নি। সকালে স্থানীয়রা তার মরদেহ বাড়ির পেছনে ধানক্ষেতের একটি ডোবায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, কালা একজন পেশাদার মাদক বিক্রেতা ছিলেন। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে ৩টি মামলা রয়েছে।অপরদিকে, মহানগরীর খালিশপুরস্থ টিঅ্যান্ডটি অফিস সংলগ্ন এলাকায় মহিবুল্লাহ (২৪) নামে এক যুবককে ক্রিকেট খেলার সামগ্রি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।নিহত মুহিববুল্লাহ খালিশপুরের প্লাটিনাম কাঁচা কলোনী এলাকার তজিবর রহমানের ছেলে।এলাকাবাসী ও পুলিশ জানায়, খালিশপুরের টিঅ্যান্ডটি অফিসের গেটের সামনে একদল দুর্বৃত্ত মহিববুল্লাকে পিটিয়ে হত্যা করে। ঘটনাস্থল থেকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। নিহতের মাথার ডান পাশের পেছনে এবং মুখের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর আলী মহিববুল্লাহকে পিটিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। ঘটনা তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।আলমগীর হান্নান/এফএ/পিআর