দেশজুড়ে

শেরপুরে ঘুষ নেয়ায় প্রিসাইডিং অফিসারের কারাদণ্ড

ভোটে ঘুষ লেনদেনের অভিযোগে শেরপুরে ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের লয়খা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আব্দুল বারিক মিয়াকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় ঘুষ প্রদানকারী ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী তালা প্রতীকের সাইফুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে ঝিনাইগাতী উপজেলা পরিষদ কমপ্লেক্সে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঝিনাইগাতীর ইউএনও মোহাম্মদ সেলিম মিয়া ভ্রাম্যমাণ আদালতে এ সাজা দেন। ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে শুক্রবার রাতে কেন্দ্রের প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে মেম্বার প্রার্থী সাইফুল ইসলামের কাছ থেকে ১০ হাজার টাকা উৎকোচ নেন প্রিসাইডিং অফিসার মো. আব্দুল বারিক মিয়া। এসময় স্থানীয় জনতা ওই প্রিসাইডিং অফিসারকে হাতে-নাতে আটক করে মারধর করে। পরে পুলিশ ও ইউএনও গিয়ে তাকে উদ্ধার করেন। রাত ১০টার দিকে তাকে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব থেকে প্রত্যাহার ও আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়।এদিকে, লয়খা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নতুন করে মো. নাজমুল হক নামে এক কলেজ শিক্ষককে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান জানিয়েছেন।উল্লেখ্য, আজ শনিবার ঝিনাইগাতী উপজেলার ৭ ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ  শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত। হাকিম বাবুল/এফএ/এমএস