লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় বিদেশি তথ্য মন্ত্রণালয়ের তিন সদস্যের একটি প্রতিনিধি দল দুই দিনের সফরে বাংলাদেশে এসেছে। বুধবার দুপুরে তারা বুড়িমারী স্থলবন্দরে পৌঁছালে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিত মিত্র।তিন সদস্যের এ প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন বিদেশি তথ্য মন্ত্রণালয়ের পরিচালক আনসু সিলভার, সানজুয়া আগোয়াল ও সন্তস কুমার। প্রতিনিধি দলটি বাংলাদেশের বিলুপ্ত ছিটমহলের মানুষের জীবনযাত্রা নিয়ে আলোকচিত্র তৈরি করবেন।প্রতিনিধি দলটি পাটগ্রাম উপজেলা কমিউনিটি হল রুমে বিলুপ্ত ছিটমহল বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমানের সাক্ষাকার নেন।এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন প্রথম সেক্রেটারী রমাকান্ত গুপ্তা, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম সহকারী কমিশনার (ভূমি) টিএমএ মোমিন ও লালমনিরহাট সহকারী পুলিশ সুপার সারোয়ার রহমান উপস্থিত ছিলেন।পরে প্রতিনিধি দলটি পাটগ্রাম উপজেলার বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজ পরিদর্শন শেষে কুড়িগ্রাম দাসিয়ার ছড়া বিলুপ্ত ছিটমহলের উদ্দেশ্যে রওনা করেন। রবিউল হাসান/এফএ/পিআর