দেশজুড়ে

খুলনায় ইউপি চেয়ারম্যানদের শপথগ্রহণ

২২ মার্চ প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে খুলনার ৯টি উপজেলার ৬৬টি ইউনিয়নের নব-নির্বাচিত ৬৬ জন চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদেরকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করানো হয়। জেলা প্রশাসক নাজমুল আহসান তাদের শপথ বাক্য পাঠ করান।খুলনার ৯টি উপজেলার ৬৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলার মোট ৬৮টি ইউনিয়নের মধ্যে মেয়াদপূর্ণ না হওয়ায় রূপসা উপজেলার ঘাটভোগ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অন্যদিকে, দিঘলিয়া উপজেলার যুগীপোল ইউপির দু’টি কেন্দ্রের ফলাফল স্থগিত থাকায় এ ইউনিয়নের চেয়ারম্যান এখনও নির্ধারণ হয়নি। শপথগ্রহণ অনুষ্ঠানে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে সারাদেশের মধ্যে খুলনাকে সেরা জেলা হিসেবে রূপান্তরের আহ্বান জানান জেলা প্রশাসক। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হাবিবুল হক খান, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মো. জাহাঙ্গীর হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. মনিরুজ্জামান, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. বিল্লাল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।সাধারণ ও সংরক্ষিত আসনের নির্বাচিত ইউপি সদস্যদের বৃহস্পতিবার জেলার ৯ উপজেলায় স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শপথ বাক্য পাঠ করানো হবে।উল্লেখ্য, খুলনার ৬৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১৪ জন, সদস্য পদে ২ হাজার ৬৩০ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৭৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।আলমগীর হান্নান/ এমএএস/পিআর