দেশজুড়ে

মেশিনে ধান মাড়াতে গিয়ে কৃষাণী নিহত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গাগালাজানি গ্রামে শ্যালোইঞ্জিন চালিত মাড়াই মেশিনে ধান মাড়াতে গিয়ে এক কৃষাণী নিহত হয়েছেন। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত কৃষাণী রবিনা বেগম (৪৮) ওই গ্রামের আজম আলীর স্ত্রী। এসময় স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আজম আলীর দুটি আঙ্গুল কেটে গেলে তিনিও আহত হন। তাকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘাগলাজানি গ্রামে স্বামী-স্ত্রী দু’জন মিলে বাড়ির আঙিনায় শ্যালোমেশিনের সঙ্গে পাখা লাগিয়ে ধান মাড়াই করছিলেন। এসময় অসাবধানতাবশত রুবিনা বেগমের পড়নের শাড়ি পাখায় জড়িয়ে যায়। পাখার টানে কৃষাণী রুবিনা বেগমের মাথা ও চুল পাখায় জড়িয়ে পড়লে মাথার বাম অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্বামী আজম আলী স্ত্রীকে রক্ষা করতে গেলে পাখার আঘাতে তার ডান হাতের দুটি আঙ্গুল কেটে মাটিতে পড়ে যায়। পরে তাকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।নালিতাবাড়ী থানা পুলিশের ওসি ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে থানায় কিছু জানানো হয়নি। হাকিম বাবুল/ এমএএস/পিআর