বিনোদন

একছাদের নিচে অভিষেক-ঐশ্বরিয়া, বিচ্ছেদ গুঞ্জনের মাঝে নতুন ভিডিও

 

বলিউড দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের দাম্পত্য কলহ মাসখানেক ধরে নিয়মিত সংবাদ শিরোনামে। প্রতিদিনই কোনো না কোনো ঘটনা শোনা যাচ্ছে তাদের নিয়ে। এত গুঞ্জনের মাঝেও এ দম্পতি নিশ্চুপ।

কয়েকদিন আগে ঐশ্বরিয়ার নাম থেকে ‘বচ্চন’ পদবি ফেলে দেওয়ায় বিচ্ছেদ গুঞ্জনের পালে হাওয়া লাগে। ডিভোর্সের জল্পনা-কল্পনা যখন তুঙ্গে, তখন প্রকাশ্যে এসেছে দুটি ভিডিও। এতে অভিষেক-ঐশ্বরিয়া একছাদের নিচে- তার প্রমাণ মিলেছে।

জানা গেছে, মেয়ে আরাধ্যার জন্যই একসঙ্গে হয়েছেন অভিষেক-ঐশ্বরিয়া। সম্প্রতি আরাধ্যা বচ্চনের ১৩তম জন্মদিনে অভিষেককে দেখা যায়নি বলে তিনি সমালোচনার মুখে পড়েন। কেন মেয়ের জন্মদিনে যাননি-এমন প্রশ্ন তুলেও অনেকে অভিষেক বচ্চনকে আক্রমণ করেন। কিন্তু এবার ভিডিও প্রকাশ্যে আসতেই নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন বাবা অভিষেকও। মেয়ের জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন ঐশ্বরিয়া। কিন্তু সেখানে অভিষেককে দেখতে না পেয়েই ডিভোর্সের গুঞ্জন আসলেই সত্য বলে নেটিজেনরা প্রমাণ করতে চান। কিন্তু অভিষেক বচ্চনের উপস্থিতির বিষয়টা ফাঁস করে দেওয়া হলো সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা আরাধ্যার জন্মদিনে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

      View this post on Instagram

A post shared by Play Time - Jatin Bhimani (@playtimeindia)

প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে দেখা গেছে, ঐশ্বরিয়া এবং অভিষেক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ধন্যবাদ জানান। তবে জুনিয়র বচ্চন দম্পতি কিন্তু একফ্রেমে ধরা দেননি। তাদের আলাদা আলাদা ভিডিও প্রতিক্রিয়া নেওয়া হয়েছে। তবে সেটা যে সেই একই অনুষ্ঠানের তা বুঝতে আর বাকি রইল না। এরপর এটা পরিষ্কার যে, মেয়ে আরাধ্যার জন্মদিন একসঙ্গেই পালন করেছেন ঐশ্বরিয়া-অভিষেক।

      View this post on Instagram

A post shared by Play Time - Jatin Bhimani (@playtimeindia)

এ ভিডিওতে অভিষেককে বলতে শোনা যায়, ‘১৩ বছর হয়ে গেছে ভাবা যায়! ১৩ বছর ধরে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ। তোমরা আমাদের পরিবার’। প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান ঐশ্বরিয়াও। কিন্তু অভিনেত্রীর শেয়ার করা কোনো ছবিতেই দেখা যায়নি অভিষেককে।

আরও পড়ুন:ঐশ্বরিয়া-অভিষেকের সংসার ভাঙনের নতুন গুঞ্জন ঐশ্বরিয়া-অভিষেকের সংসার ভাঙন নিয়ে নির্মাতার গোপন তথ্য

এ কারণে প্রশ্ন উঠেছে ঐশ্বরিয়া ইচ্ছে করেই অভিষেকের সঙ্গে ছবি তোলেননি? যদিও সেই উত্তর নেটিজেনরা পাচ্ছেন না। কিন্তু এ দুই ভিডিও দেখে এবার নেটিজেনদের একাংশের প্রশ্ন, ‘ভালোই তো আছেন অভিষেক-ঐশ্বরিয়া। তা হলে কেন এ সংসার ভাঙনের কথা চারদিকে ছড়িয়ে পড়েছে!’

এমএমএফ/জেআইএম