প্রবাস

কাতারে দাগনভূঞা পৌর মেয়রকে সংবর্ধনা

কাতারে ফেনীর দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খানকে সংবর্ধনা দিয়েছে কাতারের ফেনী দাগনভূঁইয়াবাসী।স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কাতারের রাজধানী দোহার নাজমা রমনা রেস্টুরেন্টে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আবদুল হক কিরণ। সভা পরিচালনা করেন সেলিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান।সভায় বক্তব্য রাখেন- আল হেলাল, শহিদুল্লাহ হায়দার, বেলায়ত হোসেন বেলাল, আবুল বাসার, আবুল হাসেম, কামাল উদ্দিন, হাসানুল ইমাম স্বপন প্রমুখ।দাগনভূঞা পৌর মেয়র বলেন, দাগনভূঞা পৌরসভা ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়, দ্বিতীয় শ্রেণির পৌরসভা থেকে ২০১২ আমি নির্বাচিত হয়ে ১ম শ্রেণির পৌরসভায় উন্নীত করি। উন্নয়ন সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার হাত ধরে, দাগনভূঞা পৌরসভার উন্নয়নের জন্য পৌরবাসী আমাকে আবারো নির্বাচিত করেছেন। এনএফ/এমএস