দেশজুড়ে

মেলান্দহে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

জামালপুরের মেলান্দহ উপজেলায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু হয়েছে। জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ মামা-ভাগ্নে ব্রিজ এলাকায় শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুটামনি গ্রামের আব্দুল জলিলের ছেলে। মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম জানান, শনিবার রাত ১০টার দিকে উপজেলার মালঞ্চ মামা-ভাগ্নে ব্রিজ এলাকায় জামালপুর শহর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চালক আবুল কালাম আজাদের মৃত্যু হয়। শুভ্র মেহেদী/এআরএ/এবিএস