সাহিত্য

কাঙ্ক্ষিত ভোরে সোনালি চাবি এবং অন্যান্য কবিতা

  কাঙ্ক্ষিত ভোরে সোনালি চাবি

সন্ধ্যার ঝাউবনের কোলে দাঁড়িয়ে স্বপ্নযেন কান পাতলে মুখ দেয়ধূসর রঙের লুকানো ভূত থেকে বেরিয়েশোকাহত মানবতাঘোড়ার মতো দাঁড়িয়ে আছে অন্ধকারের পাশেনির্যাতন ও কষ্টের আবর্তে চোখগুলো পেঁকে গেছে।

আগুন কিন্তু পাথর; জাগরণ নেই কিংবামাইগ্রেশন নেই তার বন্যচোখের অন্ধত্বেহঠাৎই শান্ত স্বভাবের যৌবন টুটে অবারিতআমাদের সুরগুলো উঠে পড়লো চিমনিরও ওপরেগৃহবাসী মনকে জাগিয়ে অবিরামযেন বন্যপশুর পশমের মতো চকচকে কিংবদন্তি মাথাসমস্ত সীমানা টুটে ফেটে যায় তারার মতো।

****

থার্টিফাস্ট নাইট

পুরোনো বছরের হৃদয় লোভে ভরাস্বার্থপরতায় মোড়াআমাদের দৃষ্টি ক্রমশ আনত।

ঊর্ধ্বে দ্যাখো সোনালি ভোরের অপেক্ষাপাকা ফলের মতো চোখ দিয়েপ্রদীপের মতো জ্বলে ওঠেক্রমশ জ্বলজ্বলছেঁড়া জানালার দূরে সোনালি গল্পরাতের ভারী বাতাসে অর্কেস্ট্রার সুর।

একটি রাত তারপর আকাঙ্ক্ষিত ভোরমরা রাত পেরিয়েসূর্যোদয়, সোনালি সকাল—মৃতদের ছাই থেকে প্রস্ফুটিত নববর্ষের সকাল।

****

ফিনিক্স হয়ে উড়বো

আমার স্বপ্ন খুব বেশি লম্বা নাতবে আমার একটি স্বপ্নগভীর অন্ধকারেলাল-সবুজের ছায়ার নিচেকালো-সাদা-নারী-পুরুষসবাই দাঁড়িয়ে।

যতই কিংবা যতবার বাঁধতে চাও;ততবারই হাওয়ার মতো উড়বোই।আমি কালো এই ভয় দেখাওআমি গ্রামের কিংবা নারীএই ভয় দেখাও?তোমাদের পদতল থেকে উত্থিত হয়ে হয়েহাওয়ার মতন উড়বোই।

এসইউ/জেআইএম