সিরাজগঞ্জে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের দণ্ডাদেশ দেয়া হয়। মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মুকুল হোসেন (৫৫) সদর উপজেলার ফুলকোচা গ্রামের জেথার শেখের ছেলে। আদালত সূত্রে জানা যায়, পরকীয়া প্রেমের জের ধরে আসামিসহ আরো কয়েকজন একই গ্রামের সবুর শেখকে ২০১৩ সালের ২৫ জুলাই হত্যা করে। পরের দিন সকালে সদর উপজেরার ঘোড়াচড়া গ্রামের ধান ক্ষেতের মধ্য থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট প্রদান করে। দীর্ঘ শুনানি শেষে আদালত মুকুল হোসেনকে এই রায় প্রদান ও বাকি ৫জনকে খালাস প্রদান করেন। বাদল ভৌমিক/এসএস/এবিএস