Jago News logo
ঢাকা, শনিবার, ২৫ মার্চ ২০১৭ | ১১ চৈত্র ১৪২৩ বঙ্গাব্দ
ASUS-Jago-bd-gif

ওমরাহ শেষে দেশে ফিরলেন নিলয়-শখ


বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১১ জানুয়ারি ২০১৭, বুধবার | আপডেট: ০৫:০৯ পিএম, ১১ জানুয়ারি ২০১৭, বুধবার
ওমরাহ শেষে দেশে ফিরলেন নিলয়-শখ

পবিত্র ওমরাহ হজ শেষে দেশে ফিরেছেন তারকা দম্পতি নিলয়-শখ। বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তারা ঢাকা পৌঁছান। এ সময় নিলয়ের মা-বাবাও সঙ্গে ছিলেন।

এর আগে গেল বছরের ৩১ ডিসেম্বর সকালের ফ্লাইটে নিলয়-শখ সৌদি আরবে ওমরাহ হজের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন।

শখ জাগো নিউজকে বলেন, ‘আমাদের প্রথম বিবাহবার্ষিকী মক্কা নগরীতে কেটেছে। ওমরাহ পালনের সঙ্গে বিবাহবার্ষিকীর তারিখটা কাকতালীয়ভাবে মিলে গেছে।’

আরো বলেন, ‘সহি সালামতে দেশে ফিরেছি। আমরা সবাই ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

নিলয়-শখ শোবিজের আলোচিত জুটি। তাদের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। গত বছরের ৭ জানুয়ারি নিলয়-শখ পারিবারিকভাবে বিয়ে করেন।

এনই/আরআইপি

আপনার মন্তব্য লিখুন...