Jago News logo
ঢাকা, শনিবার, ২৫ মার্চ ২০১৭ | ১১ চৈত্র ১৪২৩ বঙ্গাব্দ
ASUS-Jago-bd-gif

সালমানের টিউবলাইট ছবিতে শাহরুখ


বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১১ জানুয়ারি ২০১৭, বুধবার | আপডেট: ০৬:৫২ পিএম, ১১ জানুয়ারি ২০১৭, বুধবার
সালমানের টিউবলাইট ছবিতে শাহরুখ

দশ বছর আগে সর্বশেষ একই ছবিতে দেখা গিয়েছিল বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানকে। সেটা ছিল ফারাহ খানের ‘ওম শান্তি ওম’ ছবি। তারা একটি গানে দুজন নেচেছিলেন।

এরপর দুই খানের মধ্যে অনেক শীতল যুদ্ধ বয়ে গেছে। মুক্তি পেয়েছে অনেকগুলো ছবিও। কিন্তু ভক্তরা বরাবরই আশা করেছিলেন আবার হয়তো দেখা মিলবে না দুই খানের। অনেকটা অসাধ্য কাজকেই সাধন করে দেখালেন বলিউড পরিচালক কবির খান।

সম্প্রতি শুটিং চলছে সালমান খানের নতুন ছবি ‘টিউবলাইট’ এর। ছবিটির পরিচালনা করছেন কবির খান। কিন্তু শোনা যাচ্ছে, এই ছবিটিতেই গুরুত্বপূর্ণ একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানকেও।

বুধবার এক টুইট বার্তায় এমন খবরই নিশ্চিত করেছেন পরিচালক কবির খান। একটু বিলম্ব হলেও দুই তারকাকে একসঙ্গে দেখার জন্য উন্মুখ দর্শকরা।

আশা করা যাচ্ছে, প্রায় একদশক পর আবারও একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে দুই খানকে।

আরএএইচ/এনই/এমএস

আপনার মন্তব্য লিখুন...