একুশে বইমেলা

অন্তর্লোকে অবগাহন: জীবনের সুরেলা প্রতিচ্ছবি

অন্তর্লোকে অবগাহন: জীবনের সুরেলা প্রতিচ্ছবি

‘অন্তর্লোকে অবগাহন’ কাব্যগ্রন্থটি মর্মস্পর্শী অনুভূতি ও দার্শনিক চিন্তার অপূর্ব সংমিশ্রণে অনন্য হয়ে উঠেছে। কবি ইউশা রহমান অত্যন্ত সূক্ষ্ম অনুভূতি, বেদনা ও আত্মিক জিজ্ঞাসাকে শব্দের নিপুণ বুননে প্রকাশ করেছেন। কবিতাগুলো যেন শান্ত নদীর স্রোতের মতো প্রবাহিত হয়। বয়ে নিয়ে চলে মানবমনের বহুমাত্রিক অনুভূতি।

Advertisement

কবিতাগুলোতে স্বপ্ন, ব্যর্থতা ও আত্ম-অনুসন্ধানের সুরেলা প্রতিচ্ছবি ফুটে উঠেছে। মননশীলতার গভীরতা, আত্মোপলব্ধির সৌন্দর্য এবং জীবনবোধের অন্তর্দৃষ্টি বইটিকে বিশেষ মাত্রা দিয়েছে। দার্শনিক অভিব্যক্তির মাধ্যমে কবি মানবজীবনের জটিলতা ও সৌন্দর্যকে তুলে ধরেছেন। কিছু কবিতার গূঢ়তা কেবল শব্দে সীমাবদ্ধ নয়। পঙ্‌ক্তির আড়ালে লুকিয়ে থাকে এক গভীর আত্মসংলাপ। যেমন- সাধনা-বীক্ষণ, জীবন-বীক্ষণ, জবানবন্দি, অনন্ত প্রবাহ, মুক্তির নির্যাস ইত্যাদি কবিতার কথা উল্লেখযোগ্য।

আরও পড়ুন এশরার লতিফের রহস্য উপন্যাস ‘মধ্যরাতের পরে’  আরিফ মজুমদারের গল্পগ্রন্থ ‘চতুর্দিকে খুনি’ 

কাব্যগ্রন্থটির অন্যতম আকর্ষণ কবিতার শিরোনামগুলো, যা পাঠককে আগ্রহী করে তোলে কাব্য-ভ্রমণের জন্য। ‘আমার বুক চিরে ট্রেন চলে যায়’, ‘যেন বহুকাল অনাশ্রিত’, ‘সন্ধ্যা ও শূন্যতা’, ‘দুকূলের গল্প’, ‘আমার নির্ঝঞ্ঝাট বিরহ’ প্রভৃতি। প্রতিটি নামের ভেতরেই রয়েছে শিল্পের ছোঁয়া, যা প্রতিফলিত হয় কবিতার প্রতিটি চরণে।

ইউশা রহমানের কবিতায় ভাষার স্বতন্ত্র ব্যঞ্জনা ও অনুভূতির নান্দনিক প্রকাশ সহজেই পাঠকের মনে দাগ কাটে। যারা জীবনবোধ, মননশীল সাহিত্য ও আত্মোপলব্ধির সন্ধানে থাকেন, তাদের জন্য এই কাব্যগ্রন্থ একটি অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে।

Advertisement

‘অন্তর্লোকে অবগাহন’ কবিতার বইটি প্রকাশিত হয়েছে জাগতিক প্রকাশন থেকে। বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলার ৫৫১-৫৫২ নম্বর স্টলে।

এসইউ/জিকেএস