একুশে বইমেলা

বইমেলায় জাহাঙ্গীর নিপুণের ‘সংগীতে বিশ্বজয় শিবপুরের খাঁ পরিবার’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে জাহাঙ্গীর নিপুণের বই ‘সংগীতে বিশ্বজয় শিবপুরের খাঁ পরিবার’। প্রকাশনা প্রতিষ্ঠান সাহস থেকে প্রকাশিত হয়েছে বইটি। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশের সংগীতের ইতিহাস নিয়ে এটি লেখা হয়েছে।

‘সংগীতে বিশ্বজয় শিবপুরের খাঁ পরিবার’ সম্পর্কে জাহাঙ্গীর নিপুণ বলেন, ‘গত বইমেলায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খানের একটি বই লেখার কথা বলেছিলাম। তিনি সঙ্গে সঙ্গে অনুমতি ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তাদের বংশধরদের বিষয়ে বিভিন্ন বই, জার্নাল, দেশি-বিদেশি পত্রিকা এবং বর্তমান সংগীতজ্ঞদের কাছ থেকে তথ্য জোগাড় করতে শুরু করলাম। সেই সাথে প্রাপ্ত তথ্য যাচাইয়ের জন্য নিয়মিত শেখ সাদী খানের সাথে যোগাযোগ ও আলাপের মাধ্যমেই রচিত হলো বইটি।’

আরও পড়ুন রাসেল মাহমুদের ‘এই পাওয়া না পাওয়ার শহরে’  বইমেলার ষষ্ঠদিনে এলো ৮০ নতুন বই 

জাহাঙ্গীর নিপুণের আসল নাম ‘মো. জাহাঙ্গীর হোসেন’। জন্ম ঢাকার পূর্ব রাজাবাজারে। পূর্বপুরুষের ভিটা ব্রাক্ষ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহবাজপুর। দুই ভাই এক বোনের মধ্যে তিনি বড়। ব্যক্তিজীবনে বিবাহিত এবং এক কন্যাসন্তানের জনক। পড়াশোনা স্নাতকোত্তর। ছোটবেলা থেকেই পাঠ্যবইয়ের পরিবর্তে গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদির প্রতি ঝোঁক। ইতিহাস-ঐতিহ্য, ভ্রমণ, লোকায়ত সংস্কৃতির ওপর বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়েছে।

২০২৪ সালে জাহাঙ্গীর নিপুণের ‘সুনীল অর্থনীতি: বাংলাদেশের জন্য আশির্বাদ’ শীর্ষক প্রবন্ধ ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ থেকে বিশেষ পুরস্কার লাভ করে। সে বছরই একুশে বইমেলায় ইতিহাস-ঐতিহ্য বিষয়ক ‘বর্ণ বই বইমেলা’ বইটি প্রকাশিত হয়। লেখালেখির পাশাপাশি তিনি বিভিন্ন মানবকল্যাণমূলক কাজে নিয়োজিত আছেন।

এমএমএফ/এসইউ/জিকেএস