দেশজুড়ে

ঢামেকের চিকিৎসক শেরপুরে গ্রেফতার

ভুল চিকিৎসার দায়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক ডা. শরীফুল ইসলাম শরীফকে শেরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের নারায়ণপুর এলাকার ব্যক্তিগত চেম্বার থেকে শ্রীবরদী থানা পুলিশ তাকে গ্রেফতার করা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনেয়ার হোসেন ডা. শরিফুল ইসলাম শরিফকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র মতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক ডা. শরীফুল ইসলাম শরীফ ও ময়মনসিংহের কুন্ডু প্যাথলজির মালিক অধ্যাপক ডা. কেকে কুন্ডুর বিরুদ্ধে শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ভুতনীপাড়া গ্রামের মো. সোলাইমান মিয়া শ্রীবরদী থানায় একটি মামলা রেকর্ড করেন।মামলায় ওই দুই চিকিৎসকের বিরুদ্ধে তার স্ত্রীর স্তনের ফোঁড়াকে টিউমার বলে ভয় দেখিয়ে রোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে স্তন কেটে ফেলার অভিযোগ করা হয়। গত বছরের ২৯ ডিসেম্বর শেরপুরের সিআর আমলী আদালতে ওই দুই চিকিৎসককে আসামি করে দায়ের করা অভিযোগটি আদালত আমলে নিয়ে শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশে গত ৪ জানুয়ারি শ্রীবরদী থানায় মামলাটি রেকর্ড করা হয়। কিন্তু এত কিছু সত্তেও চিকিৎসক ডা. শরিফুল ইসলাম শরিফ আদালত থেকে কোনো প্রকার জামিন না নিয়েই ঢাকা থেকে শেরপুর এসে ব্যক্তিগত চেম্বারে নিয়মিত রোগী দেখছিলেন। হাকিম বাবুল/এফএ/এমএস