দেশজুড়ে

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে কমিটি প্রকাশ করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল কমিটির অনুমোদন দেন। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে আসির ইস্তেসার অয়নকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, জাহিদ হাসান শাওনকে সিনিয়র যুগ্ম -সচিব, যুবাইর আল-ইসলাম সেজানকে সিনিয়র মুখ্য সংগঠক ও সাদিয়া আহমেদ সিনহাকে সহ-মুখপাত্র করা হয়েছে।

এছাড়া ৩২ জনকে যুগ্ম-আহ্বায়ক, ৪০ জনকে যুগ্ম-সদস্য সচিব, ৪৪ জনকে সংগঠক ও ১৬০ জনকে সদস্য করা হয়েছে।

এম এ মালেক/এফএ/জেআইএম