মাদারীপুরের শিবচরে উৎসবমূখর পরিবেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া মনোনয়ন বাতিল হওয়া বিএনপি প্রার্থী পুনরায় আপিল না করায় ভদ্রাসন ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আ. রউফ সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল থেকে উৎসবমূখর পরিবেশে জেলার শিবচর উপজেলা রিটার্নিং অফিসারদের কার্যালয়ে ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ৩ ইউনিয়নের ৬ চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য আসনের ৮৮ প্রার্থী ও সংরক্ষিত আসনের ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এছাড়া ভদ্রাসন ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ. রউফ শিকদারকে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এসময় প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়।নাসিরুল হক/এফএ/এমএস