আন্তর্জাতিক

বিড়াল দেখে মরে যাওয়ার নাটক করলো ইঁদুর!

বিড়াল দেখে মরে যাওয়ার নাটক করেছে ছোট্ট একটি ইঁদুর। বিড়ালের ভয়ে ইঁদুর যে কাণ্ড করেছে তা দেখে হতবাক সবাই। একটি ভিডিওতে দেখা গেছে, বিড়াল দেখে রাস্তায় একটানা গড়াগড়ি খাচ্ছে ওই পুচকে ইঁদুর।

একটি বিড়াল ইঁদুর ধরবে বলে চুপচাপ গাড়ির নিচে বসে ছিল। কিন্তু তাকে দেখে ইঁদুর এমন কাণ্ড করেছে যে বিড়ালটা একেবারেই তাজ্জব বনে গেছে। মরে যাওয়ার অভিনয় করে রাস্তায় গড়াগড়ি খেতে শুরু করে ইঁদুরটি। সামাজিক মাধ্যমে বিড়াল-ইঁদুরের এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে এটা কোন দেশের বা কখন ধারণ করা হয়েছে তা জানা যায়নি।

‘লাভইউএফঅ্যানিম্যালস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পেজে ভিডিওটি পোস্ট করা হয়। সেখানে দেখা গেছে, রাস্তায় অনবরত গড়াগড়ি খেয়ে চলছে একটি ইঁদুর। তার দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে একটি বিড়াল। ইঁদুরটিকে দেখে এগিয়ে যাচ্ছে না সে। বরং শান্ত হয়ে বসে ইঁদুরের কাণ্ডকারখানা দেখছে বিড়ালটি।

রাস্তায় একটি গাড়ির নিচে দাঁড়িয়ে ছিল বিড়ালটি। তার সামনেই মরে যাওয়ার অভিনয় করতে গিয়ে রাস্তায় গড়াগড়ি খেতে শুরু করে ইঁদুরটি। তা দেখে বিড়ালটিই শান্ত হয়ে বসে থাকে। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা না গেলেও ভিডিওটি দেখে সবাই বেশ মজা পেয়েছে।

        View this post on Instagram

A post shared by Love of animals | ANIMAL CONTENT (@loveufanimals)

একজন লিখেছেন, বাবা রে! এত নাটুকে! ভিডিওটি দেখে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেল। আবার একজন মন্তব্য করেছেন, কেমন নাটক করে গড়াগড়ি খাচ্ছে ইঁদুরটি! বিড়াল তো তাকে ধরার কথাই ভুলে গেল।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

টিটিএন