খেলাধুলা

লড়াইয়ের জন্য প্রস্তুত শেখ জামাল

দেশের বাইরে আইএফএ শিল্ড ও কিংস কাপে ভালো ফুটবল প্রদর্শন করা শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবার ঘরের মাঠে ভালো খেলা উপহার দিতে প্রস্তুত। গত মৌসুম আইএফএ শিল্ড খেলা শেখ জামাল ক্লাব কিংস কাপ ট্রফি জিতে প্রাক মৌসুম প্রস্তুতি ভালোভাবেই সম্পন্ন করেছে। ভুটানে কিংস কাপ শিরোপা জয়ের উৎসব যারা দেখতে পাননি, তাদের জন্য এ ম্যাচে সুন্দর ফুটবলের পসরা সাজাতে চান স্বাগতিক দলের কোচ। শেখ জামাল ধানমন্ডি ক্লাব কোচ মারুফুল হক বলেন ‘দুটি কারণে এ ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রথমত. যারা কিংস কাপের খেলা দেখেননি, তাদের জন্য আমরা দেশের মাটিতে ভালো ফুটবল খেলতে চাই। দ্বিতীয়ত. জাপান অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে জাতীয় দল যে ভুলগুলো করেছে, তা শুধরে নিতে চাই এ ম্যাচে।’বুসান আই পার্ক কোচ ইয়ুন সুং হু বলেছেন, ‘উপমহাদেশে ফুটবল ক্রমেই জনপ্রিয় হচ্ছে। এজন্যই আমরা এখানে খেলতে এসেছি। শুনেছি, শেখ জামাল ধানমন্ডি ক্লাব খুব ভালো দল। এখানে এমন ফুটবল খেলতে চাই, যাতে আপনারা তা মনে রাখেন।’বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা শুরু বিকাল ৫টায়। সাধারণ গ্যালারির টিকিট মূল্য ৩০, ভিআইপি গ্যালারির জন্য ৬০ টাকা। উভয় ক্যাটাগরিতেই ম্যাচ টিকিটের সঙ্গে থাকছে একটি করে বাফুফে লটারির টিকিট।