দেশজুড়ে

কমলনগরে দুই ইউপির নির্বাচন স্থগিত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ও চরমার্টিন ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। সীমানা সংক্রান্ত জটিলতার অভিযোগে হাইকোর্টে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে নির্বাচন কমিশন বৃহস্পতিবার এ দুইটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করেন। শুক্রবার বিকেলে কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সীমানা সংক্রান্ত বিরোধ নিয়ে হাইকোর্টে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে নির্বাচন কমিশন বৃহস্পতিবার এ দুইটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করে। রাতে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত চিঠি থেকে এ তথ্য জানানো হয়।প্রসঙ্গত, গত ৪ জুন শেষ দফা নির্বাচনে কমলনগর উপজেলার চর লরেন্স ও চর মার্টিন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কাজল কায়েস/এআরএ/এমএস