সীতাকুণ্ডে চুরি হওয়া অর্ধকোটি টাকার পণ্যসহ কাভার্ডভ্যান উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। এ সময় চুরির সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, জহির মিস্ত্রি (৩৫), মো.সাদ্দাম (৩২), জাহিদুল আলম (৩২), রহমত উল্লাহ (৪০) ও মো. সেলিন (৫০)। তারা নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, নগরীর ইপিজেড থেকে কেডিএস লজিস্টিকসের পণ্যভর্তি কাভার্ডভ্যান সীতাকুণ্ডের জোরামতল ফকিরহাটস্থ বিসমিল্লাহ পার্কিংয়ের সামনে মাল আনলোড করাতে দাঁড় করানো হয়। চালক গাড়িটি পার্কিংয়ে দাঁড় করিয়ে রেখে বাড়িতে চলে যান। দুই ঘণ্টা পর এসে পার্কিংয়ের স্থানে গাড়িটি দেখতে না পেয়ে পার্কিংয়ের ম্যানেজারকে জিজ্ঞাসা করেন। অজ্ঞাতনামা এক চালক গাড়িটি নিয়ে গেছে বলে জানান পার্কিংয়ের ম্যানেজার।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, গাড়ি চুরির ঘটনায় ৫ ফেব্রুয়ারি কেডিএস লজিস্টিক কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রোববার নগরীর আকবরশাহ থানা এলাকা থেকে পণ্যভর্তি চুরি হওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করেন। পাশাপাশি চুরির ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পাঁচজনই চুরির সঙ্গে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। তাদের কারখানা কর্তৃপক্ষের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এম মাঈন উদ্দিন/এফএ/জেআইএম