নানা কেলেঙ্কারির দায়ে সাময়িক বরখাস্ত ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতির আশ্বাসে চাঁদা দাবির অভিযোগ উঠেছে জেলা জামায়াতের রুকন জাকির হোসেনের বিরুদ্ধে।
Advertisement
এ ঘটনায় সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম. আবদুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে জামায়াতের রুকন জাকির হোসেনকে সংগঠনের গঠনতন্ত্রের ৬২নং ধারার ২ উপধারা অনুযায়ী বহিষ্কার করা হলো। জাকির দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামের জহির আহাম্মদের ছেলে।
এর আগে গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে জাকিরের তিন লাখ টাকা চাঁদা দাবির ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
Advertisement
অভিযোগ প্রসঙ্গে বহিষ্কৃত জাকির হোসেন বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এসব কিছুর সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। আপনি হয়তো ভুল শুনেছেন। আমি এই ধরনের কিছু কখনো শুনিনি বা জানিও না।
ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতি আবদুল হান্নান বলেন, জাকিরের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়েই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এফএ/জেআইএম
Advertisement