কিশোরগঞ্জে দুই দিনব্যাপী জুলাই বিপ্লবের দেয়ালিকা ও চিত্র প্রদর্শনী চলছে। রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
জানা গেছে, তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ ও ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে নতুন বাংলাদেশ গড়ি’ স্লোগানে এ আয়োজন করে জেলা প্রশাসন।
এতে দেশের বিভিন্ন জায়গায় শহীদ ১৬ জনের ছবি, কিশোরগঞ্জ জেলার জুলাই আন্দোলনের ২০০ স্থির চিত্র ও বিপ্লব পরবর্তী ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালিকা প্রদর্শন করা হচ্ছে।
উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. সাইফুল আলম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসকে রাসেল/এফএ/জেআইএম