দেশজুড়ে

মাদারীপুরে পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দালাল ধরলো দুদক

ছদ্মবেশে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

Advertisement

এসময় এক ব্যক্তির সঙ্গে আট হাজার টাকায় পাসপোর্ট করে দেওয়ার চুক্তিকালে এমদাদ হাওলাদার (৫০) নামে এক দালালকে আটক করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের মাদারীপুরের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

আটক এমদাদ মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পাতিলাদী গ্রামের আব্দুর রফিক হাওলাদারের ছেলে। তিনি শহরের ইটেরপুল এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন। আটকের পর মুচলেকা নিয়ে স্ত্রীর জিম্মায় তাকে ছেড়ে দেয় দুদক।

Advertisement

দুদক ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের আনাগোনা বেড়েছে- এমন সংবাদ পেয়ে ছদ্মবেশে অভিযানে যান দুদক কর্মকর্তারা। পরে পাসপোর্ট অফিসের সামনে গোপনে এক ব্যক্তির কথোপকথন ভিডিও করেন কর্মকর্তারা। সেখানে এমদাদ হাওলাদার পাসপোর্ট করে দেবেন বলে এক ব্যক্তির কাছে সাড়ে ৮ হাজার টাকা দাবি করেন। এসময় তাকে হাতেনাতে ধরা হয়।

দুদকের মাদারীপুরের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, পাসপোর্ট অফিস ও তার আশপাশে এমন কাজ করবে না শর্তে এমদাদকে তার স্ত্রীর জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, পাসপোর্ট অফিসের বাইরে থেকে এক দালালকে আটক করেছে দুদক।

আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/এএসএম

Advertisement