জাতীয়

রাজধানীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর কোতোয়ালি এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২৫ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে।

Advertisement

গ্রেফতাররা হলেন- মো. সুমন (৩৬) ও মো. সবুজ ফকির (৩৫)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল সোমবার বিকেলে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কোতোয়ালি থানার ওয়াইজঘাট থেকে বাবুবাজারগামী সড়কে বাদামতলী জামে মসজিদের সামনে একটি মোটরচালিত ভ্যানে বস্তাভর্তি নিষিদ্ধ পলিথিনসহ দুই ব্যবসায়ী অবস্থান করছেন।

Advertisement

গ্রেফতার মো. সুমন ও মো. সবুজ ফকির

এমন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম দ্রুত ওই স্থানে অভিযান পরিচালনা করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সুমন ও সবুজকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোটরচালিত ভ্যানসহ ২৫ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।

আরও পড়ুন নোয়াখালীতে সাড়ে ৪ টন পলিথিন জব্দ বাজারে পলিথিন কেন সেটা না ভেবে ভাবুন কেন ব্যবহার করছেন

উদ্ধারকৃত পলিথিনের বাজারমূল্য আনুমানিক এক লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। অভিযানকালে গ্রেফতারদের সহযোগী মো. জুয়েল কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় কোতোয়ালি থানায় গ্রেফতার দুজন এবং পলাতক একজনের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, গ্রেফতার সুমন ও সবুজ এবং তাদের সহযোগী দীর্ঘদিন ধরে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধার পলিথিনগুলো বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছেন বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

Advertisement

টিটি/ইএ/এএসএম