দেশজুড়ে

আওয়ামী লীগের নারী কর্মীকে বেঁধে পুলিশে দিলো জনতা

রাজশাহীতে আওয়ামী লীগের এক নারী কর্মীকে বেঁধে রেখে পুলিশে তুলে দিয়েছেন ক্ষুব্ধ জনতা। এসময় তাকে মারধরও করা হয়।

Advertisement

ওই নারীর নাম রুমানা ইসলাম আঁখি। তাকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে নগরীর কাদিরগঞ্জ আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ওই নারীকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

এদিকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে সোমবার রাতে রাজশাহীতে আরও আটজনকে গ্রেফতার করে যৌথবাহিনী।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, বোয়ালিয়া থানার তিনটি মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সুমন (৪০), কাশিয়াডাঙ্গা থানা যুবমৈত্রীর আহ্বায়ক হাফিজুর রহমান সাগর (৪৫) ও ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান (২৪)।

অন্যদিকে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯টি মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

সাখাওয়াত হোসেন/জেডএইচ/এএসএম