জাতীয়

বদলে গেলো ‘বঙ্গবন্ধু মডেল গ্রাম’ প্রকল্পের নাম

‘বঙ্গবন্ধু মডেল গ্রাম’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকার। প্রকল্পের আওতায় দেশের আটটি বিভাগ থেকে নির্বাচিত ১০টি গ্রামকে মডেল গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করছে সমবায় অধিদপ্তর। ‘শহরের সব সুবিধা’সহ গ্রামগুলোতে থাকবে উন্নত জীবনযাপনের সুযোগ। ‘বঙ্গবন্ধু গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠায় প্রকল্প নেওয়া হয়। এখন প্রকল্প থেকে বঙ্গবন্ধুর নাম বদলে দেওয়া হচ্ছে।

Advertisement

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পরিকল্পনা কমিশন থেকে এ তথ্য জানা গেছে। এখন নতুন করে প্রকল্পের নাম দেওয়া হচ্ছে ‘সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট’ প্রকল্প।

১০টি গ্রামে বঙ্গবন্ধুর বহুমুখী সমবায় ভাবনার আলোকে পাইলট প্রকল্প হিসেবে মডেল গ্রাম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উদ্যোগে এটা বাস্তবায়িত হচ্ছে।

যেসব জেলায় মডেল গ্রাম

Advertisement

প্রকল্পটি দেশের আটটি বিভাগের নির্বাচিত জেলাগুলোতে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে ঢাকা বিভাগের গোপালগঞ্জ, শরীয়তপুর ও টাঙ্গাইল জেলা রয়েছে। ময়মনসিংহ বিভাগের জামালপুর, চট্টগ্রামের কুমিল্লা, সিলেটের সুনামগঞ্জ, খুলনার যশোর, রাজশাহী, রংপুর এবং বরিশাল জেলায় নির্বাচিত গ্রামে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্টরা জানান, এখনো ৬০ শতাংশ লোক গ্রামে কৃষির ওপর নির্ভরশীল। সে বিবেচনায় বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন বহুলাংশে পল্লী উন্নয়নের ওপর ভরসা করতে হয়। বঙ্গবন্ধুও কৃষি ও পল্লী উন্নয়নকে সামগ্রিক উন্নয়নের মূলশক্তি হিসেবে বিবেচনা করেছেন এবং সে লক্ষ্যে বিশেষ পরিকল্পনা নিয়েছিলেন। প্রকল্পের মোট ব্যয় ৫০ কোটি।

প্রকল্পের কার্যক্রম

প্রকল্পের মূল কার্যক্রম হচ্ছে- বঙ্গবন্ধুর আদর্শের ১০টি গ্রাম সমবায় সংগঠিত করা, কৃষি উৎপাদনের যান্ত্রিক ও উত্তম পদ্ধতি প্রচলন করা, ১০টি গ্রামে দুটি এক একরের পুকুরে মৎস্য চাষ ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় দুটি গরু পালন মডেলের মাধ্যমে আধুনিক ও উত্তম পদ্ধতির প্রচলন, গ্রামীণ সামাজিক প্রতিষ্ঠানগুলো পুনর্জাগরণ ও গ্রামীণ দারিদ্র্য কমানোসহ ইত্যাদি কাজ করা।

Advertisement

এমওএস/এমএএইচ/এএসএম