আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ৫

আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন। দেশটির স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

Advertisement

মঙ্গলবার সকাল ৮টা ৩৫ মিনিটে কুন্দুজ প্রদেশের কাবুল ব্যাংক শাখার কাছে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ব্যাংকের নিরাপত্তারক্ষী ও আরও চারজন রয়েছেন। তাদের মধ্যে বেসামরিক ব্যক্তি ও আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর সদস্যরাও রয়েছেন।

আরও পড়ুন>

Advertisement

যুক্তরাজ্যেও অবৈধ অভিবাসীবিরোধী অভিযান জিম্মি বিনিময়ের দরজা এখনো খোলা আছে: হামাস

কুন্দুজ প্রদেশের পুলিশের মুখপাত্র জুমাদিন খাকসার উল্লেখ করেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে। তার কাছে বিস্ফোরক ডিভাইস ছিল।

তিনি আরও বলেন, কুন্দুজ প্রদেশের পুলিশ কমান্ড ঘটনায় অপরাধীদের খুঁজে বের করতে এবং তাদের বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে।

২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র নিজেদের সেনা প্রত্যাহার ও তাদের সমর্থিত সরকারের ক্ষমতাচ্যুতের পর আফগানিস্তানে বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।

তবে আইএসআইএলসহ (আইএসআইএস) সহ অনেক সশস্ত্র গোষ্ঠী এখনও আফগানিস্তানে হুমকি হিসেবে রয়ে গেছে।

Advertisement

২০২১ সালের অক্টোবরে কুন্দুজের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়, যার দায় স্বীকার করে খোরাসান প্রদেশের আইএসআইএল সহযোগী সংগঠন (আইএসকেপি)।

সূত্র: আল-জাজিরা

এমএসএম