ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের করটিয়া বাইপাস নামক স্থানে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. কফিল উদ্দিন জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী উত্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া বাইপাস নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কমপক্ষে ১৫ জন আহত হন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। টাঙ্গাইল ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তিনি আরো জানান, যান চলাচল স্বাভাবিক রয়েছে, বাস ও পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে।আরিফ উর রহমান টগর/এফএ/এমএস