মৌলভীবাজার আইনজীবী সমিতির (বার) নির্বাচন স্থগিত করা হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ নেতা ও মামলার আসামি প্রার্থী হওয়ার প্রতিবাদের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগ নেতা আজাদুর রহমানের প্রার্থিতা বাতিলে জেলা কোর্ট বারের সামনে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শিক্ষার্থীরা।
এসময় প্রার্থিতা থেকে আজাদুর রহমানের অপসারণ দাবিতে এক ঘণ্টার আল্টিমেটাম দেন ছাত্র-জনতা। এর পরিপ্রেক্ষিতে জরুরি সভার পর সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। এতে সভাপতি পদে দুজন প্রার্থী হয়েছিলেন। তারা হলেন আওয়ামী লীগের এএসএম আজাদুর রহমান ও কমিউনিস্ট পার্টির নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান। আর সাধারণ সম্পাদক পদে বিএনপির দোলোয়ার হোসেন ও অ্যাডভোকেট জয়নুল হক।
আন্দোলনকারী শাহাব উদ্দিন বাবলু বলেন, আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএসএম আজাদুর রহমান। আন্দোলনের সময় তিনি বিভিন্নভাবে আমাদের বাধা দিয়েছেন। তাই আমরা উনাকে নির্বাচন থেকে অপসারণের দাবি জানাই।
জি.পি অ্যাডভোকেট মামুনুর রশীদ বলেন, ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে আমরা বসে সিদ্ধান্ত নেই নির্বাচন স্থগিত থাকবে। পরবর্তী সিদ্ধান্ত আমরা সংবিধান মোতাবেক নেবো।
ওমর ফারুক নাঈম/জেডএইচ/জেআইএম