তথ্যপ্রযুক্তি

স্বয়ংক্রিয় নিরাপত্তা প্রযুক্তি চালু করল অ্যাপল

মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল ম্যাক কম্পিউটারের নিরাপত্তার জন্য স্বয়ংক্রিয় সিকিউরিটি প্রযুক্তি চালু করেছে। ম্যাক কম্পিউটারে নতুন একটি বাগ বা সফটওয়্যার ত্রুটির বিষয়ে সম্প্রতি অ্যাপলকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ও কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের নিরাপত্তা বিশেষজ্ঞরা। এটি আমলে নিয়ে স্বয়ংক্রিয় এ আপডেট সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি। অ্যাপল সাধারণত নিয়মিত সফটওয়্যার আপডেট সিস্টেমের সঙ্গেই সিকিউরিটি প্যাচ আপডেট করে থাকে। এ আপডেট ইনস্টল করতে ব্যবহারকারীর অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু অ্যাপলের বিবৃতি অনুযায়ী, নতুন বাগটি এতটাই মারাত্মক ছিল যে, ম্যাক ব্যবহারকারীদের নিরাপদ রাখতে অনুমতি ছাড়াই দ্রুত ব্যবস্থা নেয়ার প্রয়োজন পড়েছে।এ বিষয়ে অ্যাপলের মুখপাত্র বিল ইভান্স বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, স্বয়ংক্রিয় আপডেটের কারণে ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের বাড়তি ঝামেলায় পড়তে হবে না। এমনকি কম্পিউটার রিস্টার্ট দেয়ারও প্রয়োজন পড়বে না।নিরাপত্তা আপডেটের ক্ষেত্রে মাইক্রোসফট বেশকিছু দিন থেকেই স্বয়ংক্রিয় আপডেট উন্মুক্ত করার পদ্ধতি চালু করেছে। দুই বছর আগে অ্যাপলও একই পদ্ধতি চালু করে। তবে অ্যাপলের ক্ষেত্রে এই প্রথম এর ব্যবহার হলো।