রাজবাড়ীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাঁথা ট্রেনটি বিকেল সাড়ে ৩টার দিকে কালুখালীর কালিকাপুর এলাকায় পৌঁছালে ছাদে থাকা এক যুবক ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। একই সময়ে পাঁচুরিয়া স্টেশনের প্লাটফর্মের সামনে ট্রেনে কাটা পড়ে আরেকজন মারা যান। দুজনের পরিচয় জানা যায়নি।
পাঁচুরিয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার দীনবন্ধু রায় ও কালুখালী রেলওয়ে স্টেশন মাস্টার মৃত্যুঞ্জয় বালা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/আরএইচ/এএসএম