দেশজুড়ে

নোয়াখালী পৌরসভার নাগরিক ইশতেহার ঘোষণা

নোয়াখালী পৌরসভায় অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে একটি উন্নত নাগরিক পরিসেবা প্রদানকারী, বাসযোগ্য ও নিরাপদ  পৌরসভা গড়ে তোলার দাবিতে নাগরিকদের পক্ষে ‘নাগরিক ইশতেহার’ ঘোষণা করা হয়েছে। শনিবার ‘নোয়াখালী নাগরিক অধিকার মোর্চা’ নামের একটি নাগরিক সংগঠনের পক্ষ থেকে সাংবাদ সম্মেলনের মাধ্যমে এ ইশতেহার ঘোষণা করা হয়।বেলা ১১টায় জেলা শহরের মাইজদীর শহীদ মিনার প্রাঙ্গনোস্থ মৌমাছি কচি-কাঁচার মেলা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের ইশহেতারটি উপস্থাপন করেন মোর্চার যুগ্ম আহ্বায়ক আইনজীবী মোল্লা হাবিবুর রাছুল মামুন। ইশতেহারে বলা হয়, নোয়াখালী পৌরসভা ১৪০ বছর বয়সী একটি প্রাচীন পৌরসভা। কিন্তু পরিকল্পনাহীনতা, অযত্ন, অবহেলা ও সম্পদের অপব্যবহারে সম্ভাবনার শহরটি আর স্বপ্নের শহর হয়ে ওঠেনি। এখনো শহরটি প্রায় অপরিকল্পিত, সীমিত নাগরিক পরিসেবা, নেতৃত্বে দুর্বলতা, অগণতান্ত্রিক এবং জনবিছিন্ন পর্যায়েই আছে। পৌরসভা একটি সেবাধর্মী স্থানীয় সরকার প্রতিষ্ঠান। তাই পৌরসভা নির্বাচনের প্রাক্কালে নাগরিকদের কাঙ্খিত শাসন ব্যবস্থার কাঠামো এবং উন্নয়ন চাহিদা তুলে ধরার লক্ষ্যে নোয়াখালী নাগরিক মোর্চার পক্ষে একটি স্বল্প ও দীর্ঘ মেয়াদী প্রস্তাবনা তুলে ধরা হলো। স্বল্প মেয়াদী প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে, পানীয় জলের সমস্যা, যানজট নিরসন, পৌর মিলনায়তন নির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণ, বড় দিঘির চারপাড়কে আলোকিতকরণ ও সবুজায়ন করে ওয়াকওয়ে ও শিশুপার্ক নির্মাণ। আর দীর্ঘ মেয়াদী প্রস্তাবনার মধ্যে রয়েছে, বর্জ্য ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য, যোগাযোগ-পরিবহন, শিক্ষা-সংস্কৃতি, জনঅংশগ্রহণ ও সুশাসন।  সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিকজোটের সহসভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোর, ব্যবসায়ী মুশফিকুর রহমান তানবীর প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। মিজানুর রহমান/এফএ/এবিএস