দেশজুড়ে

ভারতের প্রেম হাসিনার সঙ্গে, বাংলাদেশের মানুষের সঙ্গে নয়

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ভারতের প্রেম হাসিনার সঙ্গে, বাংলাদেশের মানুষের সাথে নয়। কিন্তু বাংলাদেশের মানুষ চায় ভারতের মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক অপরাধী হিসেবে চিহ্নিত খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত এ দেশের মানুষের সঙ্গে সে সম্পর্ক নষ্ট করেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনার পুরাতন কালেক্টরেট মাঠে জেলা বিএনপির সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিন। আপনারা ডেভিল হান্টের নামে অভিযান চালিয়েছেন। কেন এটা আগে শুরু করেননি। কেন ওবায়দুল কাদেররা পালিয়ে গেলেন? এখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘুরে বেড়াচ্ছেন, চক্রান্ত করছেন।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে নেত্রকোনায় সমাবেশ করেছে বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সহ-ধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, অ্যাডভোকেট নুরুজ্জামান খান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এসএম মনিরুজ্জামান দুদু, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রোখসানা কানিজ চৌধুরী পলমলসহ বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

এইচ এম কামাল/আরএইচ/এএসএম