নীলফামারীতে প্রেমে সাড়া না পেয়ে কলেজছাত্রীকে হত্যার পর নিজেই আত্মহত্যা করলেন এক যুবক। শনিবার সকালে নীলফামারী জেলা শহরের কালিতলায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-মাইক্রোবাস চালক নয়ন (২৫)। নয়ন নীলফামারী সদর উপজেলার কির্ত্তনীয়া পাড়ার জোয়াদ মিয়ার ছেলে এবং উত্তরা ইপিজেডের সনিক কোম্পানির গাড়ি চালক। আরেকজন হলেন-কলেজছাত্রী লিজা আক্তার (১৮)। তিনি মশিউর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী এবং কুখাপাড়া এলাকার জহুরুল ইসলামের মেয়ে।এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে লিজাকে গতিরোধ করে নয়ন। এ সময় লিজাকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের সন্মতি না দিলে নয়ন তার পকেটে থাকা ছুরি দিয়ে লিজাকে জবাই করে হত্যা করে। এরপর নয়ন নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন। লিজার মা রেহেনা বেগম জাগো নিউজকে জানায়, নয়ন প্রায় সময় লিজাকে বিয়ের প্রস্তাব দিত। মেয়েটি বিয়ে করতে রাজী না হওয়ার তাকে হত্যা করা হয়েছে। নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জাগো নিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে হত্যার পর ছেলেটি আত্মহত্যা করতে পারে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা জানতে চাইলে তিনি বলেন তদন্ত শেষ না হলে বলা সম্ভব নয়।জাহেদুল ইসলাম/এসএস/এবিএস