বিশেষ ক্ষমতা আইনের মামলায় চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
Advertisement
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সদরঘাট থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এমপি নদভীকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।’
আরও পড়ুন আত্মগোপনে থাকা সাবেক এমপি নদভী গ্রেফতারআদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট সকাল থেকে রাত পর্যন্ত বাদী বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। আসামিরা সিটি কলেজ থেকে ইসলামিয়া কলেজ মোড়সহ আশপাশের অলিগলি থেকে তাদের হাতে থাকা বাঁশের লাঠি, কাঠের টুকরা, ইট-পাথর, লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। একই সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটান এবং সড়কের ওপর থাকা বাস, অটোরিকশা, মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।
Advertisement
এছাড়া আসামিরা আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের ধরে মারধর, অশ্লীল গালিগালাজ ও দৃষ্টিকটু ইঙ্গিত, শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে হেনস্তা ও সংঘবদ্ধ ধর্ষণ করে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় ২০২৪ সালের ৪ নভেম্বর সদরঘাট থানায় মোমেন হোসেন জয় নামে এক ব্যক্তির মামলায় নদভীকে গ্রেফতার দেখানো হয়। এর আগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে নদভীকে আটক করে গোয়েন্দা পুলিশ।
এমডিআইএইচ/ইএ/এএসএম