দেশজুড়ে

বগুড়ায় অপহৃত স্কুলছাত্রী পাটগ্রামে উদ্ধার

দুই মাস আগে বগুড়ার দুপচাঁচিয়ায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের পাটগ্রামে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া থানা পুলিশ। এসময় অপহরণকারী গোলাম রব্বানী রাসেলকে গ্রেফতার করা হয়। অপহরণের শিকার ওই ছাত্রী দুপচাঁচিয়া উপজেলার মন্ডলপাড়া গ্রামের আজিজার মন্ডলের মেয়ে। আর অপহরণকারী একই এলাকার আকরাম মন্ডলের ছেলে।দুপচাঁচিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মূসা জানান, প্রায় দুই মাস স্কুলপড়ুয়া ওই মেয়েটিকে অপহরণ করা হয়। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় অপহরণকারী গোলাম রব্বানী রাসেল ও তার মা-বাবাকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এর আগে অপহরণকারীর মা-বাবাকে গ্রেফতার করা হয়েছে। এআরএ/এবিএস