নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইকড়ি গ্রামের একটি পুকুর থেকে ৬টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও এলাকাবাসী জানান, শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ইকড়ি গ্রামের মৃত বাস্তুল প্রামাণিকের ছেলে আবু বকর সিদ্দিকের পুকুরে মাছ ধরার জন্য জেলেরা জাল ফেলেন। এ সময় জালের সঙ্গে একটি বাজার করার ব্যাগ উঠে আসে। পরে ব্যাগটি খুলে ৬টি পেট্রলবোমা পাওয়া যায়। বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। রেজাউল করিম রেজা/এসএস/আরআইপি