দেশজুড়ে

ঝিকরগাছায় পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু

যশোরের ঝিকরগাছায় পুকুরে ডুবে সুমাইয়া (৩) ও সুরাইয়া (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো বোন ছিল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা মালয়েশিয়া প্রবাসী সহোদর ইয়ামিন ও ইয়াসিনের মেয়ে।

তাদের দাদা আনোয়ার গাজী জানান, পরিবারের সদস্যরা সকালে পুকুরে মাছ ধরতে যায়। এ সময় তারাও সঙ্গে ছিল। যখন সবাই মাছ ধরায় ব্যস্ত ছিল তখন তারা পুকুরের পাড়ে দাঁড়িয়ে ছিল। কিন্তু কিছুপর সুমাইয়া ও সুরাইয়াকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। একসময় তাদের মরদহে পুকুরে ভেসে উঠে।

হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

মিলন রহমান/এএইচ/এমএস