লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চালক সুমন (৩০) নিহত হয়েছেন। সদর উপজেলার জকসিন বাজার এলাকায় রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহত সুমন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, ভোরে লক্ষ্মীপুর থেকে সুমন সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বেগমগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে জকসিন বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে অটোরিকশাটি। এসময় নিচে চাপা পড়ে চালক সুমন মারা যান। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।কাজল কায়েস/এআরএ/পিআর