দেশজুড়ে

নীলফামারীতে ৪ জেএমবি সদস্য আটক

নীলফামারীতে বিশেষ অভিযানে চার জেএমবি সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকরা হলেন, জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামের আলতাব হোসেনের ছেলে বজলুর রহমান ওরফে বজলু (৩০), একই ইউনিয়নের গোলমুন্ডা ঘাটেরপাড় এলাকার মৃত আবুল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২৭), ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের পাটোয়ারী পাড়ার বজলুর রশীদের ছেলে সাইফুর রহমান (৩৭) এবং ডিমলা উপজেলার সোনাখুলি চাপানীহাট এলাকার আব্দুল কাইয়ুম এর ছেলে কারী মো. মীর কাশেম (৩০)।আটকদের রোববার বিকেলে নীলফামারীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আকরাম হোসেনের আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দী নেয়া হয়।নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান জাগো নিউজকে বলেন, আটকরা সবাই নিষিদ্ধ ঘোষিত জেএমবির সক্রিয় সদস্য এবং এদের মধ্যে তরিকুল ইসলাম গত বছরের ৯ আগস্ট  জলঢাকার গোলমুন্ডা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাধব চন্দ্র হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।জাহেদুল ইসলাম/এমএএস/এবিএস