দেশজুড়ে

মুন্সিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ : নিহত ৩

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন। সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন, শুভ (১৮), রফিক (১৭) ও রোহিত (১৮)। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  সিরাজদিখান থানার ওসি ইয়ারদূস হাসান জানান, ভোরে পিকআপটি মাওয়া থেকে ঢাকা যাচ্ছিল। পথে নিমতলা এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে তিনজন গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এএইচ/এমএস