রাজনীতি

৬৪ জেলার নেতাকর্মীদের নিয়ে চলছে গণঅধিকারের বর্ধিত সভা

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নিয়ে দিনব্যাপী চলছে পরিষদের বর্ধিত সভা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর আইডিবি ভবনে সকাল ১০টা থেকে শুরু হয় এ সভা। সভায় উপস্থিত আছেন ৬৪ জেলা ও মহানগর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা।

দেশের চলমান জাতীয় সংকট আগামী নির্বাচন ও সাংগঠনিক প্রস্তুতিসহ চলমান পরিস্থিতি নিয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় জেলা-উপজেলা থেকে আগত নেতারা সেখানকার রাজনৈতিক পরিস্থিতি ও দলক আগানোর বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

আরও পড়ুন নতুন দলের নাম ঘোষণা করবে জুলাই আন্দোলনে শহীদ পরিবার

এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, এর আগে নানা প্রতিকূলতার কারণে আমরা এ ধরনের সভা আয়োজন করতে পারিনি। এ সভায় আগত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

এসময় তিনি নির্বাচন ও সংগঠনকে এগিয়ে নেওয়ার বিষয়ে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এএএম/বিএ/এএসএম