দেশজুড়ে

ডামুড্যায় স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিধলকুড়া বাজারে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর করেছে নৌকা প্রার্থীর সমর্থকরা। রোববার রাতে এ ভাঙচুরের ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, জেলার ডামুড্যা উপজেলার সিধলকুড়া ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে রাত ৯টার দিকে মিছিল সমাবেশ করে আ.লীগ প্রার্থী জানে আলম ওরোফে খোকন মাদবরের সমর্থকরা। এ সময় উত্তেজিত হয়ে শিধলকুড়া বাজারে থাকা স্বতন্ত্র প্রার্থী মো. মাসুদুল ইসলামের অফিস ভাঙচুর করে তারা। এ ব্যাপারে সিধলকুড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শেখ মো. মাসুদুল ইসলাম মুঠোফোনে বলেন, আমি একটি জরুরী কাজে ঢাকাতে আছি। আমি শুনেছি নৌকা মার্কার সমর্থকরা আমার নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। আমি এ ব্যাপারে প্রশাসনকে আবগত করেছি।  এদিকে সিধলকুড়া ইউনিয়নের নৌকা প্রার্থী জানে আলম খোকন মাদবর বলেন, আমার নেতা নাহিম রাজ্জাককে আনারস মার্কার সমর্থকরা গালাগালি করেছে। তাই তাদের অফিস বন্ধ করে দেয়া হয়েছে। এ ব্যাপারে ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) খবির উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।ছগির হোসেন/এফএ/এমএস