তথ্যপ্রযুক্তি

যেসব অ্যাপে ইফতার ও সেহরির সময় জানতে পারবেন

যেসব অ্যাপে ইফতার ও সেহরির সময় জানতে পারবেন

স্মার্টফোনে আমরা অসংখ্য অ্যাপ ব্যবহার করি। নানান কাজে এসব অ্যাপ স্মার্টফোন ব্যবহার সহজ করেছে। এমনকি এই রোজার সময় আপনার সেহরি এবং ইফতারের সময় জানাবে ফোনের অ্যাপ। বিশ্বের বিভিন্ন দেশে এমন বেশ কিছু অ্যাপ ব্যবহার হয়। তবে আমাদের দেশে ব্যবহার হয় এমন কয়েকটি অ্যাপ সম্পর্কেই জানাব আপনাদের।

Advertisement

অ্যাপগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই প্রতিদিনের সেহরি ও ইফতার সময় জানাতে পারবেন এবং রোজা রাখার জন্য সঠিক সময় অনুসরণ করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক এমন কয়েকটি অ্যাপ সম্পর্কে-

মুসলিম প্রাইম

এটি আরেকটি জনপ্রিয় অ্যাপ যা সেহরি ও ইফতার সময়ের পাশাপাশি ওয়াক্তের সময় জানাতে সহায়তা করে। এই অ্যাপটি দেশের বিভিন্ন অঞ্চলের সময় দেখায় এবং বিভিন্ন ইসলামিক কার্যক্রম যেমন সালাত, দোয়া, এবং মাসিক হিজরি ক্যালেন্ডার দেখায়।

রমজান টাইমস

রমজান মাসে সেহরি ও ইফতারের সঠিক সময় জানার জন্য এই অ্যাপটি খুবই কার্যকর। এর মাধ্যমে আপনি যে কোনো সময় এবং যে কোনো স্থান থেকে সেহরি ও ইফতার সময় জানতে পারবেন। এছাড়াও এটি আপনাকে রোজা রাখার পাশাপাশি বিভিন্ন ইসলামিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করে।

Advertisement

ইসলামিক ফাউন্ডেশন

বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত অ্যাপটি সেহরি ও ইফতার সময় জানাতে ব্যবহারকারীদের সহায়তা করে। এটি দেশের বিভিন্ন অঞ্চলের ওয়াক্ত সময় এবং রমজানের সময়সূচী জানায়। এই অ্যাপটি সাধারণত একাধিক ধর্মীয় তথ্যও প্রদান করে, যেমন নামাজের সময়, হিজরি ক্যালেন্ডার, ইসলামিক তাফসির এবং দোয়া।

ডুয়া অ্যান্ড রুকায়া

এই অ্যাপটি মুসলিমদের দৈনিক ধর্মীয় সময়সূচী জানাতে সহায়ক। এটি সেহরি ও ইফতার সময়ের পাশাপাশি মুসলিমদের জন্য বিভিন্ন দোয়া, নামাজের সময়, এবং হাদিসও প্রদান করে। এছাড়া, এতে রয়েছে সেহরি ও ইফতারের সময়সূচী সংশোধনের ফিচার, যা ব্যবহারকারীকে সঠিক সময়ে সময় জানাতে সহায়তা করে।

ওয়াক্ত

ওয়াক্ত অ্যাপটি মুসলিমদের নামাজের সময় জানাতে সহায়তা করে, তবে এটি রমজানের সময়েও সেহরি ও ইফতার সময় প্রদান করে থাকে। এটি বাংলাদেশের প্রতিটি অঞ্চলের সঠিক সময় জানাতে সক্ষম এবং এতে বিশ্বের বিভিন্ন দেশের সময়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুসলিম অ্যাপ

মুসলিম অ্যাপটি একটি জনপ্রিয় এবং ব্যাপকভাবে ব্যবহৃত অ্যাপ, যা রমজান মাসে সেহরি ও ইফতার সময় জানাতে সহায়তা করে। এর মাধ্যমে আপনি নামাজের সময়, সেহরি ও ইফতার সময়, এবং অন্যান্য ইসলামিক কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য পেতে পারেন।

Advertisement

আমাদের রমজান

বাংলাদেশে মুসলিমদের জন্য তৈরি একটি জনপ্রিয় অ্যাপ যা রমজান মাসে সেহরি ও ইফতার সময়ের পাশাপাশি দৈনিক তাসহিল ও দোয়ার সময়ও জানিয়ে থাকে। আপনি আপনার এলাকার সঠিক সময় পেতে পারেন এবং পাশাপাশি রমজান মাসের বিশেষ নিয়মাবলীও এখানে পাওয়া যায়।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখবেন যেভাবে জুমের যে সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে

কেএসকে/এমএস