রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মব সৃষ্টি করে আক্রমণের সময় ছিনতাইকারী সন্দেহে দুই ইরানি নাগরিকের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন, আবদুল্লাহ (২০) ও সাব্বির মিয়া (১৯)।
বুধবার (৫ মার্চ) দুপুরে ভাটারা থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান এ তথ্য জানান।
এর আগে, ভাটারা থানার সহকারী উপ-পরিদর্শক ছোটন চন্দ্র দাস হামলার ঘটনায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, ছিনতাইকারীরা সন্ধ্যায় দুই ইরানি নাগরিকের ওপর হামলা চালায়। এ সময় ইরানি দুই নাগরিক আহত হন এবং তাদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনতাই করা হয়।
ওই দুই ইরানি নাগরিক দুই দিন আগে বাংলাদেশে এসেছিলেন বলে জানানো হয়।
তারা জানিয়েছেন এক মাস থাকার পরিকল্পনা নিয়ে তারা বাংলাদেশে এসেছিলেন।
হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
আহত ইরানিদের চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বনানী হোটেলে ফিরিয়ে আনা হয়।
মঙ্গলবার ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছিলেন, আহত ইরানি দুই নাগরিককে চিকিৎসা দিয়ে থানায় আনা হয়। মারধর করে তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তবে কেন মব তৈরি করে তাদের মারধর করা হলো তা এখনো স্পষ্ট নয়।
টিটি/এসএনআর/এএসএম