দেশজুড়ে

বরগুনা জেনারেল হাসপাতালের সেই হিসাব রক্ষককে বদলি

বরগুনা জেনারেল হাসপাতালের প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক রফিকুল ইসলামকে বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বদলি করা হয়েছে। বুধবার (৫ মার্চ) বদলির বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম নজমূল আহসান।

এর আগে ‘শ্রান্তি বিনোদন ভাতা পেতে জনপ্রতি ১২০০ টাকা ঘুস দাবি’ শিরোনামে ২৩ জানুয়ারি জাগো নিউজে সংবাদ প্রকাশ হয়।

আরও পড়ুনশ্রান্তি বিনোদন ভাতা পেতে জনপ্রতি ১২০০ টাকা ঘুস দাবি

সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা পাওয়ার জন্য প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক রফিকুল ইসলাম হাসপাতালে কর্মরত ২৭ জন সিনিয়র নার্সের কাছে ১২০০ টাকা করে ঘুস দাবি করেন। বিষয়টি নিয়ে লিখিত আবেদন করলে হাসপাতালের তত্ত্বাবধায়ক অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্তের জন্য দেন। তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে ৩ মার্চ বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ স্বাক্ষরিত চিঠি ইস্যু করেন। এতে পাঁচদিনের মধ্যে রফিকুল ইসলামকে বরগুনা হাসপাতাল থেকে অব্যাহতি নিয়ে করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যোগদান করতে আদেশ দেন।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম নজমূল আহসান বলেন, বরগুনা সদর হাসপাতালের প্রধান সহকারী রফিকুল ইসলামকে প্রশাসনিক কারণে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বদলি করা হয়েছে। আজকে তার ছাড়পত্র আমি দিয়েছি। এছাড়া শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা বঞ্চিতদের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, অভিযোগ পাওয়ার পরই আমরা এ বিষয়ে গুরুত্ব সহকারে দেখেছি অভিযোগ দেওয়া সবাই শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা পেয়েছেন।

নুরুল আহাদ অনিক/আরএইচ/জেআইএম