বিমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাউকে চলতি দায়িত্বে নিয়োগ দেওয়া যাবে না। একই সঙ্গে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন না নিয়ে কেউ মুখ্য নির্বাহী কর্মকর্তা পদবি ব্যবহার করতে পারবেন না।
বৃহস্পতিবার (৬ মার্চ) আইডিআরএ থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়েছে। এতে সই করেছেন পরিচালক মোহা. আব্দুল মজিদ।
যেসব নির্দেশনা দেওয়া হয়েছে১. মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত না হলে কেউ মুখ্য নির্বাহী কর্মকর্তা পদবি ব্যবহার করতে পারবেন না।
আরও পড়ুনপদত্যাগ করবেন না বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ দরপতনের পাল্লা ভারী, তবুও বাড়লো সূচক-লেনদেন২. মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে কাউকে নিয়োগ করা যাবে না। মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) পদবি কেউ ব্যবহার করতে পারবেন না।
৩. মুখ্য নির্বাহী কর্মকর্তার নিয়োগ প্রস্তাব বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া যাবে। এ ধরনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদবি ব্যবহার করতে পারবেন।
৪. মুখ্য নির্বাহী কর্মকর্তা বা মুখ্য নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) নিম্নপদে কোনো কর্মকর্তা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে পাঠানো পত্রে সই করতে পারবেন না।
সব বিমাকারী ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এই নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করবেন।
এমএএস/কেএসআর