খেলাধুলা

ছেলে বাদ পড়তেই সমালোচকদের একহাত নিলেন বাবর আজমের বাবা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে গ্রুপপর্ব থেকেই বিদায়। সেটাও আবার ঘরের মাঠের আসরে। পাকিস্তান এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও জিততে পারেনি।

স্বাভাবিকভাবেই সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। সাবেক ক্রিকেটাররা রীতিমত ধুয়ে দিচ্ছেন উত্তরসূরিদের।

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা কাটিয়ে এবার নিউজিল্যান্ড সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। এই সফরের জন্য দলে একাধিক পরিবর্তন করেছে পিসিবি।

দল থেকে বাদ দেওয়া হয়েছে দুই ব্যাটিং স্তম্ভ বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানকে। ছেলের বাদ পড়ার খবর পেতেই ক্ষোভ প্রকাশ করেন বাবরের বাবা আজম সিদ্দিকি। একহাত নেন ছেলের সমালোচকদের। তিনি আশাবাদী, বাবর টি-টোয়েন্টি দলে ঠিক প্রত্যাবর্তন করবেন।

বাবরের বাবা বলেন, ‘দ্য বস ইজ অলওয়েজ রাইট। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলের সদস্য হওয়ার পর ওকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। ও ন্যাশনাল টি-টোয়েন্টি এবং পিএসএলে পারফর্ম করে দলে ফিরে আসবে ঠিক। যারা ওকে নিয়ে কথা বলছে, সবাই শ্রদ্ধেয় ক্রিকেটার। তাদের ভাষা চয়ন নিয়ে সতর্ক থাকা উচিত। যদি কেউ পাল্টা উত্তর দেয়, তখন নিতে পারবেন তো! আপনারা সাবেক হয়ে গিয়েছেন, জাতীয় দলের জন্য দরজা চিরকালের মতো বন্ধ হয়ে গিয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘যে সব ক্রিকেটপ্রেমীরা দিনরাত চিৎকার করে চলেছেন, তাদের কাছেও একই অনুরোধ রইলো। সাবেক ক্রিকেটাররা নিজেদের সময় কী করেছেন, তা শোনার আগে একবার পিসিবি ওয়েবসাইট দেখুন। বাকি জ্ঞানীদের জন্য একটি ইঙ্গিতই যথেষ্ট।’

এমএমআর/জিকেএস