দেশজুড়ে

মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিয়ে বাড়িতে হামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে একটি বাড়িতে হামলা চালিয়েছে এলাকাবাসী। ওই বাড়িটি ছিনতাইকারীর দাবি করে এই হামলা চালানো হয়।

শুক্রবার (৭ মার্চ) রাতে আট গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামে জাহিদ ও মেহেদীর বাড়িতে এ হামলা চালান। তবে হামলার সময়ে বাড়িতে কেউ ছিলেন না।

এলাকাবাসী অভিযোগ করেন, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রলীগের ভিপি জাহিদ হাসান নিলয় এবং তার ছোট ছেলে মেহেদী হাসান দীর্ঘদিন ধরে মোগরাপাড়া ও আশপাশের এলাকায় ছিনতাই করে আসছিলেন। তারা প্রায়ই দমদমা কালাদরগা রোড, দমদমা ব্রিজ, বড় সাদীপুর, ষোলপাড়া আমতলা, লেবুছড়া, কাবিলগঞ্জসহ বিভিন্ন এলাকায় পথচারী ও ভাড়াটিয়াদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট করে নেন।

আব্দুল্লাহ নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রতিদিন গড়ে অন্তত ৫-৭টি ছিনতাইয়ের ঘটনা ঘটে এখানে। অধিকাংশ ভুক্তভোগী অস্থায়ী ভাড়াটিয়া হওয়ায় থানায় অভিযোগ করতে সাহস পান না। ছিনতাইয়ের কারণে এখানকার ভাড়াটিয়া কমে যাচ্ছে এবং বাড়ির মালিকরা পড়েছেন বিপাকে।

তিনি জানান, সবশেষে শুক্রবার রাত সাড়ে ৮টায় আমতলা এলাকায় আরশাদ স্বর্ণকারের ভাড়াটিয়া শাহিনের এক আত্মীয় ছিনতাইয়ের শিকার হন। তার কাছ থেকে ৫ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। শাহিন বিষয়টি জানতে পেরে জাহিদ ও মেহেদীর বাবা জাকির হোসেন জিকুর কাছে বিচার চাইলে উল্টো তাকে চরথাপ্পর মারেন। পরে রাতে ষোলপাড়া মসজিদে তারাবির নামাজ শেষে শাহীন মুসুল্লিদের বিষয়টি জানান। পরে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিয়ে তাদের বাড়িতে হামলা চালান।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, এলাকায় ডাকাত পড়েছে- মাইকে এমন ঘোষণার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযুক্ত ছিনতাইকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়ে এলাকাবাসীকে শান্ত করা হয়। আমরা অভিযুক্তদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছি।

মো. আকাশ/জেডএইচ/এএসএম